Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের কপাল পুড়লো করণের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


বক্স অফিসে ব্যাপক ভরাডুবি হয়েছে করণ যোহরের ধর্ম প্রোডাকশনের। আর এবার সেই ধর্ম প্রোডাকশনেই আগুন! হ্যাঁ, সময়টা একদমই ভাল যাচ্ছে না বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও অভিনেতা করণ জোহরের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রোডাকশন হাউজ ‘ধর্ম প্রোডাকশন’-এর বিশাল বাজেটের সিনেমা ‘কলঙ্ক’। যা বক্স অফিসে ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। তার ডাকশন হাউজে আগুন লেগেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে যে, মুম্বাইয়ে অবস্থিত করণ জোহরের প্রোডাকশন হাউজ ‘ধর্ম প্রোডাকশন’-এ সমপ্রতি আগুন লেগে যায়। এসময় আগুন লাগার পর তার নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ১২টি দমকল ইঞ্জিন। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রে জানা গেছে, আগুনের লাগার ফলে বেশ কিছু মূল্যবান জিনিস নষ্ট হয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন হাউসের। যার ভেতর ছিল আটের দশক থেকে সংগৃহীত বই, স্মারক, প্রপসসহ আরও অনেক মূল্যবান জিনিস। তবে ঘটনাস্থলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এই বিষয় পুলিশ জানিয়েছেন, কীভাবে আগুন লেগেছে তার তদন্ত চলছে

প্রসঙ্গত, একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক চিত্রনাট্যলেখক, পরিচ্ছদ ডিজাইনার, অভিনেতা, এবং টেলিভিশন উপস্থাপক হিসাবে সকলের কাছে পরিচিত করণ জোহর। তিনি হিরো যশ জোহরের পুত্র। এছাড়াও তিনি প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশন্সের প্রধান। ভারতে এবং বিদেশে কিছু সংখ্যক সর্বাধিক আয়কৃত বলিউড চলচ্চিত্র প্রযোজনার জন্যে পরিচিত। তার পরিচালিত চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, যা বৈদেশিক বাজারে সর্বোচ্চ বাণিজ্যিক সাফল্য অর্জনকারী ভারতের চলচ্চিত্র।

Bootstrap Image Preview