Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আল্লাহর দল’র ৩ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে উগ্র জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. সালেহীন ইউসুফ।

গ্রেফতারকৃতরা হল- মেহেরপুর জেলার গাংনী থানার গারাডোব গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে মো. হাবিবুর রহমান (২৪), জামালপুর জেলার সদর থানার কৃষ্ণচরণপুর গ্রামের মো. নান্নু খানের ছেলে মো. রফিউর রহমান রাজিব (৩০) ও সিরাজগঞ্জ জেলার শলংগা থানার চৌবিলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৫০)। গ্রেফতার তিনজন নগরীর পূর্ব বানিয়াখামারের নজরুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে খুলনা ও বরিশাল বিভাগে আল্লাহর দলের সদস্য সংগ্রহের কাজ করে আসছিলো। গ্রেফতারকৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ৩লাখ ৩৪হাজার ৩১১টাকা, সদস্য সংগ্রহের ফরম ও রশিদসহ বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview