Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাইলার ভিডিও নিয়ে কটাক্ষ বিজেপির; মুখ খুললেন প্রিয়াংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


চলছে ভারতের লোকসভা নির্বাচন। নির্বাচনের ঝোড়ো হাওয়ার মাঝেই  ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর একটি ভিডিও বেশ ভাইরাল। দেশটির গণমাধ্যমেও এ বিষয়ে ব্যাপক সংবাদ প্রচার হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রিয়াংকাকে কটাক্ষ করছে বিজেপির নেতৃবৃন্দ। ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে প্রিয়াংকা গান্ধীর কড়া সমালোচনা করেছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার নিষিদ্ধ জানিয়ে স্মৃতি ইরানি বলেন, ‘তিনি কি জানেন না রাজনৈতিক বিষয়ে শিশুদের জড়াতে নেই? শিশুদের মুখ দিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অপমানজনক কথা আওড়ানো গুরুতর অপরাধ। দেশের সমস্ত সংষ্কৃতিমনাদের এই ধরনের ব্যক্তির থেকে নিজেদের সন্তানকে দূরে রাখুন।’

সমালোচিত ওই ভিডিওতে দেখা গেছে, প্রিয়াংকা গান্ধীর সামনেই ওই শিশুরা ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিচ্ছে।

স্মৃতি ইরানীসহ বিজেপি নেতৃবৃন্দের এসব সমালোচনার পর অবশেষে জবাব এলো প্রিয়াংকা গান্ধীর কাছ থেকে।

ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে প্রিয়াংকা জানান, ‘বিকৃত সত্য পেশ করেছে বিজেপি নেতারা।’

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে প্রিয়াংকা গান্ধী বলেন, ‘ওই শিশুরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে অপমানজনক কথা বলছিল, তখনই আমি তাদের থামিয়ে দিই। আমি জানি, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা বলা একেবারেই অনুচিত। তাই তাৎক্ষণিক শিশুদের আমি থামিয়ে দেই।’

স্মৃতি ইরানীর করা পোস্টে ভিডিওটির শেষ অংশ ছিল না বলে জানান তিনি।

ভিডিওর শেষ অংশে দেখা গেছে, ‘মোদিকে উদ্দেশ্য করে শিশুদের অশ্রাব্য ভাষাকে মাঝ পথেই থামিয়ে দিয়ে প্রিয়াংকা বলছেন, ‘এটা নয়, এভাবে নয়, এটা ভালো হচ্ছে না। তোমরা এটা বলো না।’

তারপরই ওই শিশুরা ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান না বলে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করে।

প্রিয়াংকা আরও বলেন,‘ আমি যে ওই শিশুদের সঙ্গে সঙ্গেই থামিয়ে দিয়েছি ভিডিওটির ওই অংশটুকুর সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বিজেপির নেতৃবৃন্দ।’

বিজেপির এমন কাণ্ডকে তীব্র সমালোচনা করে প্রিয়াংকা আরও বলেন, ‘এটা বিজেপির স্বভাবসিদ্ধ। আমি সত্যিটা বলি। আর ওরা বলে, বিকৃত সত্যটা।’

তবে আর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শিশুদের এমন উচ্চারণ বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রিয়াংকা গান্ধী।

সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হয়ে প্রচারে উত্তরপ্রদেশের অমেঠিতে গিয়েছিলেন প্রিয়াংকা গান্ধী বঢরা। সেখানেই ওই ভিডিওটি করা হয় বলে জানা গেছে।

Bootstrap Image Preview