Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুক্রবার সারারাত ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ সময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:২২ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview


আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেছেন, ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশ অতিক্রম করবে। এ সময় শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে সারারাত ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ সময় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান তিনি।

সামছুদ্দিন আহমেদ বলেন, আমরা দেখেছি ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টার দিকে খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিভিন্ন লেভেলের বাতাসের সংস্পর্শে আসতে শুরু করবে। সন্ধ্যা ৬টা নাগাদ খুলনা অঞ্চল ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘূর্ণিঝড়ের আওতায় এসে যাচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে সারারাত বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে। এ সময়টা আমাদের জন্য 'অত্যন্ত ক্রিটিক্যাল সময়'।

তিনি বলেন, এ সময়ে যারা উপকূলীয় এলাকায় বসবাস করেন তারা দমকা বাতাস ও জলোচ্ছ্বাসের সম্মুখীন হবেন। এই সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক আরও বলেন, যোগাযোগ অব্যাহত রাখার জন্য বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থাকতে হবে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বেলা ১১ থেকে ১২টার মধ্যে ১ লাখ ৫০ হাজার লোক একই সঙ্গে হিট করেছে, এজন্য এটি হ্যাং হয়ে গেছে। এর ক্যাপাসিটি থাকা উচিত ছিল ৫ থেকে ৭ লাখ, কিন্তু সেটি নেই।

তিনি বলেন, আবহাওয়া অধিদফতরের বিদ্যুৎ এক সেকেন্ডও বন্ধ থাকতে পারবে না। এরপর আমার ইন্টারনেটের ওঠানামা হতে পারবে না। তা নাহলে আমি অ্যানালাইসিস করতে ব্যর্থ হব। ডাটা ডাউনলোড করতে পারব না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview