Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকের কারণে যৌন হয়রানির শিকার হচ্ছে ছাত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview
প্রতিকী


সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কারণে যৌন হয়রানির শিকার হচ্ছে ছাত্রীরা।

বক্তারা বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে লেখাপড়ার মারাত্মক ক্ষতি হয়। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক অতিরিক্ত ব্যবহারের ফলে একসময় তা নেশায় পরিণত হয়। এতে বিপদগ্রস্ত হয়ে পড়ে ছাত্রীরা। সেই সঙ্গে যৌন হয়রানির শিকার হতে হয় ছাত্রীদের।

বক্তারা বলেন, প্রত্যেক মা-বাবাকে সন্তানদের প্রতি সচেতন হতে হবে। শিক্ষাথীদের বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তবেই সোশ্যাল মিডিয়ার কুফল থেকে শিক্ষার্থীদের রক্ষা করা সম্ভব।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার।

এতে বক্তব্য রাখেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী ও সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, দেবব্রত কুমার মন্ডল, শেখ জাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল লায়লা।

Bootstrap Image Preview