Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝড়ের আগে এই কাজগুলো করতে ভুলে যাবেন না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


চৈত্র মাস মানেই ঝড় বাদলের মাস। আর ভারতের পর আগামীকাল বাংলাদেশেও আঘাত আনবে ঘূর্ণিঝড় ফণী। এমন ঘূর্ণিঝড়ে আতঙ্কিত না হয়ে কিছু ব্যবস্থাপনা আগেই গ্রহণ করতে হবে। এতে বিপদ কিছুটা হলেও কমানো যায়। জেনে নিন কী কী প্রস্তুতি আগে থেকেই নেবেন।

ড্যাম্প বা অন্য কোনো কারণে যদি বাড়িতে কোথাও কোনো ফাটল ধরে থাকে, তাহলে অবশ্যই এখনই সারিয়ে ফেলুন।

জানালা-দরজার লক ঠিক আছে কিনা দেখে নিন। কারণ ঝড়ে সাইক্লোন সেন্টারেও যেতে হতে পারে আপনাকে। তাই ঘর ভাল করে লক করেই যেতে হবে।

ঝড়ের আগেই ঘরে মোমবাতি কিংবা ব্যাটারি চালিত কোনো বাল্ব বা চার্জার লাইট সবসময় হাতের কাছে রাখুন। যাতে লোডশেডিং হলে অন্ধকারে অসুবিধা না হয়।

ঝড় বেশি আঘাত আনলে বাজারে খাদ্য সংকট দেখা দিতেই পারে। তাই আগেই ঘরে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার, পানি, ওষুধ হাতের কাছে রাখবেন।

আপনার অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র যেমন অফিসের বা বাড়ির কোনো দলিলপত্র ওয়াটারপ্রুফ ফাইলে ভরে রাখুন।

ঝড়ের আগেই আপনার মোবাইলটি পুরো চার্জ দিয়ে রাখুন। কারণ ঝড়ের সময়ে যোগাযোগের জন্য সব থেকে বেশি সাহায্য করে মোবাইল ফোনটি।

ঝড়-বৃষ্টির সময়ে ঘরের বাইরে বের না হওয়াই ভাল। বাচ্চাদের সবসময় নজরে রাখুন। যাতে তারা কোনো ভাবেই ঘরের বাইরে যেতে না পারে।

ঝড়ের সময়ে বাড়ির বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিন। মেন সুইচ বন্ধ রাখুন যাতে কোনো ভাবে আগুন লাগতে পারে ।

Bootstrap Image Preview