Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে আগামীকাল বসছে না পদ্মা সেতুর ১২তম স্প্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ০২ মে ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় 'ফণী'র আশঙ্কায় পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর ১২তম স্প্যানটি বসানোর কথা ছিল। এরজন্য মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ‘৩-বি’ স্প্যানটি প্রস্তুত করা হয়।

পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে স্প্যান বসানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করে স্প্যানটি বসানো হবে।

পদ্মা সেতুর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে শুক্রবার ১২তম স্প্যান ‘৫-এফ’ বসানো হচ্ছে না। আগামী রবিবারের পর স্প্যানটির বসানোর সিদ্ধান্ত হবে। এখন স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে রয়েছে।

গত ২৩ এপ্রিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হয় ১১তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয় সেতুর এক হাজার ৬৫০ মিটার।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী এ মুহূর্তে ভারতের উড়িষ্যায় অবস্থান করছে। আগামী ৪ মে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

Bootstrap Image Preview