Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে মাদকবিরোধী অভিযানে ৩ ডিবি পুলিশ আহত, আটক ২

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


শরীয়তপুরে মাদক বিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে ইয়াবা ব্যবসায়ী ও মাদক সেবীরা। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন সদস্য আহত রয়েছেন। এ ঘটনায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

বুধবার (পহেলা মে) দুপুরে শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের সুমন খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃত মাদকসেবী হলেন, জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া গ্রামের মৃত শেখ মো. শহীদুল্লাহর ছেলে ও শরীয়তপুর জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবী শেখ মো. মোর্তজা আলী (৪২) ও শরীয়তপুর পৌরসভার পূর্ব ধানুকা গ্রামের হাজী নুরুল হক খানের ছেলে সফিউল আলম খান সুমন (৪০)।

আহত ডিবি পুলিশ সদস্যরা হলেন, আশিক, বেলায়েত ও সজিব। আহতদের মধ্যে আশিককে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার অপরাধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিডিমর্নিংকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পূর্ব ধানুকা এলাকার সুমন খানের বাড়িতে অভিযানে যায়। এ সময় সুমন খানের বসতঘরের মধ্যে মাদকসেবন অবস্থায় সুমন খান ও মোর্তজাকে দেখতে পেয়ে তাদের গ্রেফতার করতে ঘরে ঢুকলে মাদকসেবীরা পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। মাদক সেবী মোর্তজা কামড়ে আশিক নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়।

এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে হামলাকারী মাদকসেবী মোর্তজা ও সুমনকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইন ও পুলিশের ওপর হামলার অপরাধে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview