Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেটোনেটরসহ আনসারুল্লাহ বাংলার ৫ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার উদ্দেশ্যে একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাইফুল্লাহ (২৬), মো.আব্দুল আলীম (২২), মো.ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)।

কাউন্টার টেরোরিজম সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০১৯ সন্ধ্যা ০৭.৩০ টায় যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম বিভাগরে একটি দল। এ সময় তাদের হেফাজত হতে ২০টি ডেটোনেটর ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল।

এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।

 

Bootstrap Image Preview