Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চায়না রেল প্রজেক্টে পুলিশের সাথে মাদক কারবারির গুলি বিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


চায়না রেল প্রজেক্টের ফাঁকা জায়গায় ডিএমপি পুলিশের সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়। মাদক ও বিস্ফোরকসহ গ্রেফতার দুইজন। 

ডিএমপি সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় গেন্ডারিয়া থানার কদমরসুল মসজিদের দক্ষিণে নামাপাড়ার চায়না রেল প্রজেক্টের ফাঁকা জায়গায় পুলিশের সাথে মাদক কারবারিদের সাথে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. মাসুদ রানা ওরফে ফালান (৩৭) নামের এক মাদক কারবারিসহ তার সহযোগী মো.নাদিম হোসেন ওরফে বাবু(৩২)কে গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১৪৩২ পুরিয়া হেরোইন, ১২ বোতল ফেন্সিডিল, ৭টি ছোট-বড় অবিস্ফোরিত ককটেল, ১টি বাটসহ ছুরি ও ১৭ টুকরো বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার এসআই শিবব্রত দাস জানান, ৩০ এপ্রিল দিবাগত রাত ০১.১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কদমরসুল মসজিদের দক্ষিণে নামাপাড়ার চায়না রেল প্রজক্টের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে মাদক কারবারিরা। এতে পুলিশও আত্মরক্ষার্থে মাদক কারবারিদের লক্ষ্য করে ১৩ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। ঘটনাস্থল হতে কয়েক জন পালিয়ে গেলেও পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মাসুদ ও তার সহযোগী বাবুকে গ্রেফতার করে। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

প্রসঙ্গত, মাদক কারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গেন্ডারিয়া থানার এসআই শিবব্রত দাস, মোঃ ফজলুল করিম, আনসার সদস্য জুলহাস আহত হন। তাদের সবাই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে থেকে চিকিৎসার গ্রহণ করেছেন।

গ্রেফতারকৃত মো. মাসুদ রানা ওরফে ফালান এর নামে গেন্ডারিয়া থানাসহ ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Bootstrap Image Preview