Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী কাউকে বিপদে ফেলে কেটে পড়েন না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১১:২০ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকেন। কাউকে বিপদে ফেলে কেটে পড়েন না।

আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন কার্যক্রম এসএমই এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেছেন, টাকার দিকে বেশি নজর দিবেন না। আপনি ন্যায়ের কাজ করেন এমনিতেই টাকা আসবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের সর্বশক্তি শিক্ষা ব্যবস্থার উপর প্রয়োগ করব। শিক্ষা ব্যবস্থা যাতে অত্যাধুনিক করা যায় সে ব্যবস্থা করতে হবে। যাতে ৬০ বছর পরেও তা কাজে লাগে।

মুস্তফা কামাল আরও বলেন, শেয়ার বাজারে কিছু সমস্যা আছে। আচিরেই তা কেটে উঠবে।

অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারে লক্ষ লক্ষ পরিবার জড়িত তাদের এড়িয়ে যাওয়া যাবে না। উন্নয়ন ধরে রাখতে হলে পুঁজিবাজারকে সাথে নিতে হবে। এছাড়া উন্নয়ন সম্ভব না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রফেসর আবুল হাশেম। অনুষ্ঠানে এসএমই কার্যক্রমের পুরো বিষয় তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মেনেজিং ডিরেক্টর কেএম মাজেদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এস এম খায়রুল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশিদ এমপি।

বক্তব্যের শুরুতেই তিনি সবাইকে প্রশ্ন করেন আপনারা ভালো আছেন? কেউ কোন জবাব দেয়নি। তিনি আবার প্রশ্ন করেন তখন সবাই বলেন না ভালো নেই। তখন অর্থমন্ত্রী বলেন, আপনারা মুসলমান না? কেউ ভালো থাকার কথা জিজ্ঞেস করলে বলতে হয় আল-হামদু লিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি।

পরে সবাই মন্ত্রীর সাথে বলেন, আল হামদু লিল্লাহ। বক্তব্যে তিনি কোরআনের বেশ কিছু আয়াত উদ্ধৃতি দেন। সবাইকে প্রতিদিন কিছু সময় কোনআর পড়ার অনুরোধ করেন।

মুস্তফা কামাল বলেন, নার্ভাস হবেন না। দেশের অর্থনীতি গতিশীল আছে। সব ঠিক হতে কিছুটা সময়তো প্রয়োজন।

Bootstrap Image Preview