Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলিস্তানে ককটেল বিস্ফোরণে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৫৭ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান। হামলার ঘটনায় দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) থানায় মামলা নথিভুক্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এডিসি জানান, পল্টন থানার এসআই ওবায়দুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় এ মামলা করেছেন। মামলা নং ৫৩।

তিনি বলেন, মামলায় অজ্ঞাতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় পল্টন থানার পাশাপাশি তদন্তে কাজ করছে ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও সিআইডি। তবে এখনো এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গুলিস্তানে ককটেল বিস্ফোরণের পাঁচ ঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, গুলিস্তানে তিন পুলিশ সদস্যের ওপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা ককটেল নিক্ষেপ করেছে। একই বার্তা তাদের ওয়েবসাইটেও প্রচার করা হয়।

Bootstrap Image Preview