Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপথ নেওয়ায় বিএনপির নির্বাচিতদের ধন্যবাদ জানালেন নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে আসায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে। কারণ অনেক দেরিতে হলেও আপনারা সংসদে যোগদান করেছেন, আমরা খুশি হয়েছি৷ আমরা আহ্বান করবো আপনারাও এগিয়ে আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, জঙ্গিবাদ  সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে।    

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস বিরুদ্ধে ‘শান্তির সমাবেশ’ এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

মোহাম্মদ নাসিম বলেন, আমরা চিরদিন শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছি। বারবার আমরা বিজয়ী হয়েছি। এবারও আমরা শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ বিজয়ী হব দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। জঙ্গিদের কোনো ধর্ম নেই, দেশ নেই। যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। আমার অহিংস বাংলাদেশ দেখতে চাই। অহিংস বিশ্বাস দেখতে চাই।  

এই অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে একসাথে রুখে দাড়াতে হবে৷ যেভাবে পাকিস্তান আমলে সাম্প্রদায়িক হামলা এক সাথে রুখে দেয়া হয়েছিল। 

এই সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ জঙ্গি-সন্ত্রাসী নয়। আমাদের চোখের অগোচরে একটি গোষ্ঠি জঙ্গি-সন্ত্রাস হিসেবে গোড়ে উঠেছে। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক ভাবেই এ সমস্যার মোকাবেলা করতে হবে। দল-মত নির্বিশেষে এই সমস্যা মোকাবেলায় কাজ করতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীদের একটি গোষ্ঠী মগজ ধোলাই করে জঙ্গিবাদে ধাবিত করছে। এই মগজ ধোলাইকারীদের খুঁজে বেড় করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মানবিক গুণাবলির শিক্ষা দিতে হবে।  

জঙ্গিবাদ মোকাবেলায় প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, জঙ্গি বাদ সন্ত্রাসবাদ ঐ সকল দেশে দেখা দিয়েছে যেগুলো গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ শুধু মাত্র সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রসাশন দিয়ে নির্মূল করা যাবে না। সকল নাগরিককে দল-মত, ধর্ম-বর্ণ উর্ধে উঠে এ সমস্যার মোকাবেলা করতে হবে।  

শাহরিয়ার কবির বলেন, ওয়াজ ও মাহফিলের মধ্যে জঙ্গিবাদ তৈরির উৎসাহ প্রদন করা হয়। সঠিক ইসলামের কথা বলা হয় না। ইসলামের নামে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুল পথে ঠেলে দেয় জামায়াত ও তাদের দোসররা। মানুষের মধ্যে জঙ্গিবাদকে উস্কে দেয়াই যেন আহম্মদ সফিদের কাজ। ইসলাম ধর্মকে অপব্যাবহার করছে জামায়াত তারা নামে-বেনামে অসংখ্য জঙ্গির সহযোগী সংগঠন করে রেখেছে। যেভাবেই হোক এখনি এদের চক্রান্ত থেকে দেশকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। শান্তি ও মানবতার বাংলাদেশ গড়তে হবে।

Bootstrap Image Preview