Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চগড়ে বিদ্যুতের অনিয়মের প্রতিবাদে নেসকোর অফিস ঘেরাও

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


পঞ্চগড়ে বিদ্যুতের অনিয়ম ও লো ভোল্টেজের প্রতিবাদে সাবেক পিডিবি ও নেসকোর কার্যালয় ঘেরাও করেছে ভুক্তভোগীরা।

মঙ্গলবার সকালে ভুক্তভোগীরা নেসকোর কার্যালয় ঘেরাও করে প্রতীকী অনশন করে। এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী অংশ নেয়।

ভুক্তভোগীরা জানান,  পঞ্চগড় সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় নেসকোর লোকজন মিটার প্রতি ৫ থেকে ১৫ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বিদ্যুৎ লাইন নির্মাণে যেসব তার ব্যবহার করার কথা এসব লাইনে তা ব্যবহার করা হয়নি। এসব বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে অবৈধ ডি ইলেভেন বা ফাঁটা তার দিয়ে। এতে ওই এলাকায় যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে তেমনি লো ভোল্টেজের কারণে অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয়রা। ইলেক্ট্রনিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

এছাড়া রাতে বাতির আলোতে কোন কিছু দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারছে না। অথচ মাসে মাসে তাদের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। এ চিত্র শুধু বসুনিয়াপাড়া এলাকার নয় পঞ্চগড়ের অধিকাংশ এলাকাতেই এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতি, অবৈধ ফাঁটা তার দিয়ে বিদ্যুৎ সংযোগ, সংযোগে বাঁশের খুঁটি বিপজ্জনক ব্যবহার এবং জরাজীর্ণ বিদ্যুৎ লাইনের কারণেই তারা লো ভোল্টেজের স্বীকার হয়েছেন। এসব কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার স্বীকার হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মানুষ মারা যাচ্ছে। তারা জানান, সামান্য বাতাস উঠলেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় বিদ্যুৎ বিভাগ। এরপর ২/৩ দিনেও বিদ্যুৎ থাকে না। অফিসে যোগাযোগ করা হলে তারা কতৃপক্ষ খোঁজ খবরও নেয় না।

এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান, নেসকোর পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সমস্যা সমাধান করা হবে।

Bootstrap Image Preview