Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


৩ জেলায় বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। মাদারীপুর, কক্সবাজার ও সিরাজগঞ্জে নিহতদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন জলদস্যু।

সোমবার দিবাগত রাত ১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত এসব বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত জহিরুল মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে।

র‌্যাব-৮ জানায়, দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদ পেয়ে কালকিনি উপজেলার রমজানপুরে অভিযানে যায় র‌্যাব। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে জহিরুল নামে একজনের লাশ উদ্ধার করে র‌্যাব। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।

কালকিনি থানার ওসি মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, জহিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই দুই জলদস্যু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার আলিয়া আকবর ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি কাটা বন্দুক, ৪টি রাইফেলের খোসা, ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- এরফান উল্লাহ প্রকাশ এরফান মাঝি (৩২) ও তার সহযোগী নুর হোসেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদার ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, “অস্ত্র উদ্ধারে গেলে এরফান মাঝির দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, 'নিহত এরফানের বিরুদ্ধে হত্যা, খুনসহ ৭টি মামলা রয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ মোহন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোহন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার দুই নম্বর গলির মৃত হায়াত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার চররায়পুর রেলস্টেশন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোহনের নামে একাধিক মাদক মামলা রয়েছে। প্রায় এক মাস আগে কারাগার থেকে বের হন তিনি। সম্প্রতি মাদক ব্যবসার বকেয়া লেনদেন নিয়ে অন্যদের সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়।

স্থানীয়রা ভোররাতে রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন আকাশ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে তিনটি গুলির চিহ্ন রয়েছে। অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

 

Bootstrap Image Preview