Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯৯৯-এ ফোন, আ.লীগ নেতার কাছ থেকে কৃষকের গাছ উদ্ধার

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাবিবর রহমান ও তার লোকজনের কাছ থেকে কৃষকের বাগানের ১২টি কাটা গাছ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামে কৃষক শফিকুল ইসলামের বাগানে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারি গ্রামের কৃষক শফিকুল ইসলাম ও আয়নাল হকের মধ্যে ৯১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিবাদমান ৯১ শতক জমির মধ্যে ২০ শতক জমিতে প্রায় ১৫ বছর আগে ৪০টি ইউক্যালিপটাস গাছ রোপন করে শফিকুল ইসলাম। ওই গাছগুলো বর্তমানে অনেক মূল্যবান হয়ে উঠেছে।

এ দিকে ৯১ শতক জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রায় ৩ বছর আগে শফিকুল ইসলামের বাবা খোকা সরকার বাদী হয়ে আয়নাল হক ও তার লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বিচারক বিবাদমান জমির উপর নিষেধাজ্ঞা জারী করেছেন। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করে কোন সমঝোতা হয়নি।

এ অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শৈলমারি গ্রামের হাবিবর রহমান ১৫/১৬ জন সহযোগীকে সাথে নিয়ে ওই জমি থেকে অবৈধভাবে ১২টি গাছ করাত কল দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করে। এ সময় কৃষক শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে।

ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম বলেন, বাগান থেকে গাছ কর্তনের অভিযোগ দিলে থানা পুলিশ প্রথমে অভিযোগটি আমলে নেয়নি। তখন ৯৯৯ এ ফোন দিলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২টি কাটা গাছ উদ্ধার করেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শৈলমারি গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবর রহমান বলেন, বিবাদমান ওই বাগানের গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বাগান থেকে গাছ কাটার ঘটনা সঠিক। তবে এই গাছ কাটার ঘটনার সাথে আমি বা আমার লোকজন জড়িত ছিল না। তারপরও শফিকুল ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, বিবাদমান জমি নিয়ে আদালতে মামলা বিচারধীন রয়েছে। এ ছাড়া মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোন পক্ষই যেতে পারবেন না-এমন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এ সুযোগে তৃতীয় পক্ষের লোকজন বাগান থেকে গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ১২টি গাছ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Bootstrap Image Preview