Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে নির্বাচিত আরও চার সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারা।

তারা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ৩ থেকে নির্বাচিত হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার এবং বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা হারুনুর রশীদ জানান, ‘তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছি।’

এর আগে দলটির নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া জানান, 'যারা শপথ নেবার আজই নেবে। তিনটা সাড়ে তিনটার দিকে নেবে। মহাসচিব ছাড়া সবাই নেবে।'

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আটজন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুজন নির্বাচিত হন। ছয়জন নির্বাচিত হন বিএনপির টিকিটে। এই আটজনের মধ্যে সাতজনই ধানের শীষ প্রতীকে ভোট করে নির্বাচনী বৈতরণী পার হন। একমাত্র গণফোরাম নেতা মোকাব্বির খান নির্বাচিত হন দলীয় প্রতীক উদীয়মান সূর্য প্রতীকে। তবে তিনি দলীয় ভোটে নয়, বিএনপির ভোটব্যাংক কাজে লাগিয়েই সিলেট-২ আসন থেকে জয়ী হয়েছেন।

৩০ ডিসেম্বরের ভোটের পর জাতীয় ঐক্যফ্রন্ট সর্বোতভাবে সিদ্ধান্ত নেয় যে, নির্বাচিত আটজনের কেউ-ই একাদশ সংসদে শপথ নেবে না। শপথ নিলে বহিষ্কার করা হবে।বিএনপি শুরু থেকেই বলে আসছে ৩০ ডিসেম্বর কোনো ভোট-ই হয়নি। নির্বাচন প্রত্যাখ্যান করায় এই সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ার প্রশ্নই ওঠে না।

জাতীয় ঐকফ্রন্টের অঙ্গীকার সর্বপ্রথম ভঙ্গ করেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। তিনি শপথ নেয়ার পরপরই তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়। এরপর শপথ নেন মোকাব্বির খান, তাকে এখনও বহিষ্কার করা না হলেও শোকজ করা হয়েছে।

Bootstrap Image Preview