Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবি থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১০ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে।

এসময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। সাত কলেজের শিক্ষার্থীরাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকতে চায় না।

তারা আরো বলেন,২০১৯-২০ সেশন থেকে এই অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সাথে ঢাবির সাধারণ শিক্ষার্থীদেরকেও মুক্তি দিতে হবে। এসময় অধিভুক্তি বাতিলের শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংশ্লিষ্টরা মনে করেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানদণ্ড খুব বেশি ভাল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজারের উপরে। এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থীর পরিচর্যা করতে যেখানে হিমশিম খায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে সাত কলেজের অতিরিক্ত দুই লক্ষ শিক্ষার্থীর পরিচর্যা কীভাবে করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীর অনুপাতে যে পরিমাণ শিক্ষক থাকা দরকার সেই পরিমাণ শিক্ষক নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবির অনেক বিভাগে নিয়োগ দেওয়া হয় খণ্ডকালীন শিক্ষক। শিক্ষকের অভাবে পরীক্ষার ফলাফল, খাতা ঠিক মত মূল্যায়ন করার সময় পান না ঢাবি শিক্ষকরা। বেশিরভাগ বিভাগের যে শিক্ষকগুলো বিভাগের সিনিয়র, শিক্ষার্থীদের অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা আছে সেই শিক্ষকগুলোর হাতে তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব। যে কারণে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করায় সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াতে গিয়ে নানা সমস্যা হয়।

তাছাড়া, ঢাবির অনেক ডিপার্টমেন্টে এখনও সেশন জট রয়েছে। ঠিক সময়ে পরীক্ষা হয় না তাদের। তাছাড়া হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা সমস্যাতো আছেই। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীর পরিচর্যা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিমশিম খায় সেখানে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্তি বাতিল চায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা চায় না ঢাবির সাথে থাকতে। কারণ, ইতিমধ্যে অনেকগুলো সেশনের শিক্ষার্থীরা সেশন জোটের মধ্যে পড়েছে। তাদের সঠিক সময়ে পরীক্ষা হয় না। তাদের মতে, পাঠ দান করান নিজস্ব কলেজের শিক্ষকরা কিন্তু পরীক্ষার খাতা মূল্যায়ন ও প্রশ্নপত্র প্রণয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এতে পরীক্ষার ফল খারাপ হচ্ছে তাদের।

শুধু তাই নয়, এত শিক্ষার্থী হওয়ায় পরীক্ষার ফলাফল নিয়েও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির আগে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির হওয়ার সাথে সাথে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দুর্বার গতিতে এগিয়ে চলছে।

তাছাড়া, ভর্তি থেকে শুরু করে সকল কাজে তাদের আসতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার ভবনে অনেকগুলো নিয়ম মেনে অনেক অফিসারের টেবিল ঘুরে সকল কার্যক্রম শেষ করতে হয়। যা সাত কলেজের শিক্ষার্থীর জন্যে খুবই কষ্টকর।

Bootstrap Image Preview