Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ফণির গতিপথ বুঝতে আরও সময় লাগবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণির মতিগতি বুঝতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভারতের উপকূলমুখী ফণি গতিপথ পাল্টে বাংলাদেশের দিকেও অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত কোন দিক দিয়ে উপকূলে আঘাত হানবে, রবিবার সন্ধ্যা পর্যন্ত তা নিশ্চিত হতে পারেননি আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু'দিনে ফণি ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ৩০ এপ্রিল পর্যন্ত ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। পরে গতিপথ উত্তর-পূর্বদিকে পরিবর্তিত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২ থেকে ৩ মে ভারতের মেঘালয় অববাহিকায় এবং ৬ থেকে ৭ মে ভারতের মেঘালয়সহ বাংলাদেশের মেঘনা অববাহিকা, মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার দুপুরের আগে ফণি পেতে পারে হারিকেনের তীব্রতা। তখন একে বলা হবে 'ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম' বা অতি প্রবল ঘূর্ণিঝড়, তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৫৫ কিলোমিটার।

ফণির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আশরাফুল আলম বলেন, ফণি রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৯৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬২০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

Bootstrap Image Preview