Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- চট্র-৭০৭) এর অন্তর্ভুক্ত দক্ষিণ কুশিয়ারা মাইজগাঁও শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) মাইজগাঁও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের বেসরকারিভাবে সভাপতি পদে আব্দুল মতিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন. এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শামসুজ্জামান সাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে আবুল বাসার খান বাঘ প্রতীক নিয়ে ২৫৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়না মিয়া হাতী প্রতীক নিয়ে ২১৩টি ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বেসরকারি ফলাফলে রুজেল আহমদে চাকা প্রতীক নিয়ে ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০৩টি।

সহ-সম্পাদক পদে বেসরকারি ফলাফলে কাপপিরিচ প্রতীকে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সজ্জাদ হোসেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বারী উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০০টি।

সদস্য পদে বেসরকারিভাবে সর্বমোট ৪ জন নির্বাচিত হন। সুহেল আহমদ ফুটবল প্রতীকে ২৪৫টি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। হাসান আহমদ মই প্রতীক নিয়ে ২৪২টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। সুজন মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ২৩৩টি ভোট পেয়ে তৃতীয় হন এবং চশমা প্রতীকে ১৭২টি ভোট পেয়ে নুরুল ইসলাম রিপন চতুর্থ স্থান অর্জন করে বেসরকারি ফলাফলে সদস্য নির্বাচিত হয়েছেন।

দক্ষিণ কুশিয়ারা মাইজগাঁও উপ শাখার ৭৩৯ জন ভোটারদের মধ্যে ৫০৭টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন শাহাবুদ্দিন এবং প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন কাওসার আহমদ।

Bootstrap Image Preview