Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ্যে রাজধানীর রাস্তায় শিকলে বাঁধা মা-সন্তান, ছবি ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর রাস্তায় প্রকাশ্যে সন্তানকে শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাত দিয়ে হাঁটছেন মা।গায়ে শিকল বেঁধে থাকলেও ফুরফুরে মেজাজে হাঁটছে ওই শিশু। তবে শিশুটির হাতে ছিল দশ টাকার একটি নোট।

রবিবার (২৮ এপ্রিল) সকালে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন আরাফাত সিদ্দিকী নামের এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী।

এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।

তবে অল্প সময়ের মধ্যেই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে।

আরাফাত সিদ্দিকী জানান, সকাল সাড়ে দশটার ছবিটি রাজধানী জাহাঙ্গীর গেটের কাছে স্বাধীনতা টাওয়ারের সামনে তোলা। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে এ দৃশ্য দেখতে পান। এক মা তার সন্তানকে শিকলে পরিয়ে রাখার বিষয়টি চোখে পড়ার মতো বিষয়। তখনই ছবিটি তুলেন আরাফাত।

এ বিষয়ে আরাফাত বলেন, 'আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে। সে সময় শিশুটির হাতে দশ টাকার নোট দেখতে পাই। শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল।

এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন বলে জানান আরাফাত। তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে।

Bootstrap Image Preview