Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিদ্যুতের আলো পেল ৫ গ্রাম

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় ৪টি ইউনিয়নের ৫টি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। গ্রামগুলো হলো কৈয়াগাড়ী, বানিয়াজান, হেউটনগর, শিমুলকান্দি ও ছনপচা।

শনিবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর দাখিল মাদরাসা প্রাঙ্গনে ৫টি গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

হেউটনগর দাখিল মাদরাসার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ধুনট পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুন্ডু, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, হেউটনগর মাদরাসার সুপার আব্দুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বিদ্যুৎ ব্যতিত কোনভাবেই দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে সোলার পাওয়ার প্লান্ট, পরামাণু, কয়লাভিত্তিক ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের শতকরা ৮৩ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

Bootstrap Image Preview