Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিবর্ষণে জলাবদ্ধতা এবং নাগরিক ভোগান্তি হবেই: সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, অতিবর্ষণে জলাবদ্ধতা এবং নাগরিক ভোগান্তি হবেই। অতিবর্ষণে জলাবদ্ধতা একেবারেই হবে না এমনটা সম্ভব নয়। 

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, একটা বিষয় স্বীকার করেই নিতে হবে, যেটা হচ্ছে বাস্তবতা। যদি অতিবর্ষণ হয়, আর যদি সেই বর্ষণটা এক ঘণ্টায় ৫০ মিলিমিটারের বেশি চলে যায়, তাহলে জলাবদ্ধতা হবেই। কারণ অতিবর্ষণ হলে আমাদের বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সেটাকে সাপোর্ট (ধারণ) করতে পারবে না ।

মেয়র বলেন, ঢাকা শহরে এক ঘণ্টায় যদি ১০০ মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে কয়েক ঘণ্টার জন্য পানি জমে যাবে। তবে সেই জমে থাকা পানি যদি ৩-৪ ঘণ্টার মধ্যে নেমে যায় তাহলে খুব বড় আকারে সমস্যা হিসেবে নাও দেখতে পারি। বিষয়টা হচ্ছে আমরা কীভাবে দেখব।

Bootstrap Image Preview