Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরির সময় আটক করে গণপিটুনি, চোর নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজার এলাকায় ৮টি দোকানে চুরি করার সময় এলাকাবাসীর হাতে আটক চিহৃত চোর ফারুক হোসেন (২২) গণপিটুনিতে নিহত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। ৮টি দোকান থেকে ৭০/৮০ হাজার টাকার মালামালসহ নগদ টাকা চুরি করে পালিয়েছে অন্য চোরেরা।

নিহত ফারুক শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। এ চুরির সাথে জড়িত নিহত ফারুকের দুই সহযোগিকে আটক করেছে পুলিশ।

প্রতক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে শহরের রেলবাজার এলাকার ছোটবড় ৭টি দোকানে চুরি শেষ করে ৮ নম্বর দোকানে চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে সংঘবদ্ধ হয়ে চোরদের আটক করার চেষ্টা করে। এ সময় সংঘবদ্ধ চোরদের অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসীর হাতে আটক হয় চিহৃত চোর মাদকাসক্ত ফারুক হোসেন।

পরে তাকে আটকের সাথে সাথে গণপিটুনি দিতে থাকে ক্ষুব্ধ এলাকাবাসী। গণপিটুনির এক পর্যায়ে পুলিশ ফারুককে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গণপিটুনিতে নিহত ফারুকের স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত আরো দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

ওসি জিহাদ আরও জানান, ৮টি দোকান থেকে ৭০/৮০ হাজার টাকার মালামালসহ নগদ টাকা চোরেরা চুরি করে নিয়েগেছে বলে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী দোকানদাররা জানিয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

Bootstrap Image Preview