Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেকুয়ায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ, নারী ইউপি সদস্য গ্রেফতার

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview


কক্সবাজারের পেকুয়া থেকে সাবেক এক নারী ইউপি সদস্যসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।  

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার মৌলভীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঘর ঘেরাও করে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাবেক নারী ইউপি সদস্য শাহানা আক্তার কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহানা ওই এলাকার মো. নুরুল আলমের স্ত্রী। তিনি মগনামা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২ বারের সাবেক ইউপি সদস্য। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ইয়াবা ব্যাবসার অভিযোগ রয়েছে।

এদিকে একই সময়ে পুলিশের আরেকটি দল পৃথক অভিযান চালিয়ে টইটং ইউনিয়নের টইটং-বাঁশখালী ব্রীজ থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে।  আটকরা হলেন- ইমরান হোসাইন আকন (৩০) ও আছিবুল হাসন ওরফে আরিফ আকন (৩৫)। তারা বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা ইউনিয়নের টুমচর ৩ নং ওয়ার্ডের মান্নান আকনের ছেলে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূইয়া জানান, ‘পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে পেকুয়া বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।’

Bootstrap Image Preview