Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে নাম্বারহীন ইট আর বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে ইউপি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন গিয়ে দেখা যায়, জলহরি মোড় থেকে উক্ত ইউপি’র বর্তমান চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার রাস্তায় হেরিং বন্ড করার জন্য উন্নয়ন কাজ চলছে। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর (পিআইও) থেকে এই প্রকল্প প্রদান করা হয়েছে।

রাস্তা নির্মাণে প্রায় ২২ লাখ টাকা বরাদ্দ প্রদানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করছেন। তবে রাস্তায় নাম্বারবিহীন দুর্বল ইট ও বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় জনগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, উন্নয়নের নামে হরিলুট কবে বন্ধ হবে। রাস্তায় নিম্মমানের কাজ করা হলে বৎসর যেতে না যেতেই তা আবার ভেঙ্গে দিয়ে দুর্ভোগে পড়তে হয়। তাছাড়া এক রাস্তায় বার বার পুনঃনির্মাণ কাজ করালে সরকারের রাজস্বও ব্যয় হয়, এতে করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে।

এ ব্যাপারে গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদেক হোসাইন জানান, সরকারের টাকা অপচয়রুধ কল্পে কাজের সঠিক গূণগতমান বাস্তবায়ন করা প্রয়োজন।

অপরদিকে ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Bootstrap Image Preview