Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে পায়ুপথ দিয়ে বের হলো সোয়া এক কেজি সোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ (এক কেজি) একজন আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার বিকাল তিনটার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পার্কিং এলাকা থেকে মো. এরফানুল ইসলামকে (৪২) আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. এরফানুল ইসলাম (৪২) শুক্রবার আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাই্ন্সের বিজি ০২৩৬ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন। ঢাকায় ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে ট্যাক্সি ক্যাবে ওঠার সময় তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে সোনার বারগুলো বের করে দেন। জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১০ তোলা। ১০টি বারের মোট ওজন এক কেজি ১৬০ গ্রাম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, ‘আটক এরফান চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বারদুনা গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview