Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদিবাসী ২ তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


রংপুরের মিঠাপুকুরে দুই আদিবাসী তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি রতনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার ঢোলভাঙ্গা গ্রামের বুধুয়া মিনজির ছেলে রতন মিনজির সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। ১৮ এপ্রিল মোবাইল ফোন করে তাকে দেখা করতে ডাকে রতন। বিকেলে চাচাতো বোনকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় স্বপ্না। সেখানে রতন ও তার তিন বন্ধু মিলে একটি নির্জনস্থানে নিয়ে স্বপ্না এবং তার চাচাতো বোনকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্বপ্না ও তার বোন বাড়ি ফিরে। বিকেল ৫টায় স্বপ্না তার শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় স্বপ্নার বোন পরিতা টপ্য বাদী হয়ে রতনসহ তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview