Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় ৬২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১২:২০ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় হাটসুল বিওপি’র নোয়াপাড়া এলাকা থেকে ৬২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ হাটসুল বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো.আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫২/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বোতলগুলো ফেলে রেখে মাদকদ্রব্য বহনকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহলদল আটক বা সনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Bootstrap Image Preview