Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের সকল কার্যক্রম ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না: দুদক সচিব

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মোঃ মোজাম্মেল হোক খান বলেছেন, তরুন প্রজম্মের মধ্যে বিবেক জাগ্রত ও দুর্নীতি প্রতিরোধে প্রতিরোধ কমিটি আরো সক্রিয় হলে এবং দেশের সকল কার্যক্রম অটোমশন ও ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না। দেশ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।

বুধবার(২৪ এপ্রিল) বেলা ১১ টায় চট্রগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতিদমন কমিশনের আয়োজনে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্ধুদ্ধ করতে হবে। সৎ ভাবে চলার অনুশীলন ও বিবেক নৈতিকতা জাগ্রত করাই এর লক্ষ্য।

দুর্নীতি দমন কমিশন, চট্রগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত কমিশনার আমেনা বেগম সিপিএম, অতিরিক্ত কমিশনার নুরুল আলম নিজামী, চট্রগ্রাম মহানগর কমিশনার খন্দকার গোলাম ফারুক, দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত সচিব গোলাম সারওয়ার মাহমুদ, অতিরিক্ত চট্রগ্রাম বিভাগীয় কমিশনার শংকর অর্জুন সাহা।

এছাড়াও বক্তব্য রাখেন, চট্রগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনোয়ারা হাকিম আলী, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক তাজউদ্দিন শাহীন।

এসময় অনুষ্ঠানে বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদেরকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Bootstrap Image Preview