Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে কৃষকের ৩টি সেচযন্ত্র চুরি, সেচ কাজ বন্ধ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠ থেকে একই রাতে ২ কৃষকের ৩টি বৈদ্যুতিক মোটর (সেচ যন্ত্র) চুরি করেছে দুর্বৃত্তরা। ফলে বোরো ধান চাষের প্রায় শত বিঘা জমিতে পানি সেচ কাজ বন্ধ থাকায় ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জামাল উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের আদর্শ কৃষক জামাল উদ্দিন ও আশরাফ আলী। তারা জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে।

চলতি মৌসুমে বিশ্বহরিগাছা গ্রামের মাঠে বোরো ধানের জমিতে পানি সেচের জন্য জামাল উদ্দিন ২টি ও আশরাফ আলী ১টি বিদ্যুৎ চালিত মোটর (সেচ যন্ত্র) স্থাপন করেছে। গত ২২ এপ্রিল রাতে কে বা কারা মাঠের ভেতর থেকে ২ কৃষকের ৪৮ হাজার টাকা মূল্যের ৩টি সেচ যন্ত্র চুরি করে নিয়েছে। এ সময় সেচ পাম্পগুলোতে পাহারাদার ছিল না।

এ বিষয়ে আদর্শ কৃষক জামাল উদ্দিন বলেন, অন্যান্য রাতের মতো সোমবার রাতে বাড়ি থেকে ফসলের মাঠে বোরো ধানের জমিতে গিয়ে সেচ যন্ত্র চুরির বিষয়টি টের পেয়েছি। এ ঘটনায় মঙ্গবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে সেচ যন্ত্র চুরি হওয়ায় প্রায় শত বিঘা জমিতে সেচ কাজ বন্ধ রয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।

ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মাঠের ভেতর থেকে কৃষকের বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র চুরির অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview