Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীর সঙ্গে সেলফি তোলে কারাগারে যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর দুমকি উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন যুবককে জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস এ দণ্ড দেন।

তিন যুবকের মধ্যে মো. জাকারিয়াকে (২০) সাতদিনের কারাদণ্ড; অপর দুই সহযোগী জুয়েল (১৯) ও বেল্লাল হোসেনকে (১৮) পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস বলেন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং জোড়পূর্বক ওই ছাত্রীর সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তোলে জাকারিয়া। এ কাজে জাকারিয়াকে সহযোগিতা করে দুই সহযোগী। ছবি তোলার অপরাধ প্রমাণিত হওয়ায় জাকারিয়াকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তার দুই সহযোগীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। জরিমানা আদায় শেষে তার দুই সহযোগীকে ছেড়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview