Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যালি ও সভার মধ্য দিয়ে ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত 

মোঃ হারুন উর-রশিদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০২:২১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'খাদ্যের কথা ভাবলে ,পুষ্টির কথাও ভাবুন'। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্তু জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। 

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ রেজাউল ইসলাম,ডাঃ আতিউর রহমান।

বক্তারা বলেন,আমাদের নিত্যদিনের খাবারে যেন পুষ্টি অক্ষুন্ন থাকে সে দিক বিবেচনা করেই খাবার খাওয়া উচিত। আমরা ইচ্ছে করলেই সাধ্যের মধ্যে থেকেই পুষ্টি জাতীয় খাবার খেতে পারি।এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম খাবারের ৬টি পুষ্টিগুন সম্পর্কে সকলকে অবহিত করেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবু শহীদ,সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, প্রচার সম্পাদক আল-হেলাল চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি কমল চন্দ্র রায়, মুভি বাংলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, পল্লী টিভি প্রতিনিধি আল মামুন, স্যানেটরি ইন্সপেক্টর জগদিশ চন্দ্র মহন্ত ও উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

Bootstrap Image Preview