Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে নন্দীগ্রামে র‌্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


'খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজোনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, ডাঃ ইকবাল মাহামুদ লিটন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ তুলে ধরেন এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।  

Bootstrap Image Preview