Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) চকরিয়া পৌরসভাস্থ লক্ষ্যারচর আমানপাড়া শহীদ আমানুল হক স্মৃতি ফাউণ্ডেশনের কার্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসাইন উজ্ জামান ছাত্রনেতা হুমায়ুন কবির চৌধুরী, পহরচাঁদা আদর্শ পাঠাগারের প্রতিষ্টাতা শোয়াইবুল ইসলাম, শহীদ আমানুল হক স্মৃতি ফাউণ্ডেশনের কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ইকলুর রহমান, অন্বেষণ চট্টগ্রাম শাখার সমন্বয়ক কুতুব উদ্দিন সাগর, শাখার সহ-সমন্বয়ক আনিসুল ইসলাম, সহ-সমন্বয়ক মাহফুজুল করিম জাহিদ প্রমুখ।

এতে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, এ ধরনের কার্যক্রম পরিচালনায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানবতার কাজ বৃদ্ধি পাবে। সংগঠনের উন্নয়ন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরো ব্যাপকভাবে কর্মসূচি আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন।

Bootstrap Image Preview