Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর নির্যাতনে স্বামীর আত্মহত্যা, মায়ের বিরুদ্ধে সন্তানের মামলা

রফিকুল আলম, ধুনট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর নির্যাতন সইতে না পেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় মাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে তার সন্তান। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনী ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫ বছর আগে প্রতিবেশী গোলেনুর খাতুনকে বিয়ে করে। তাদের দাম্পত্ত জীবনে ৪ সন্তানের জন্ম হয়। এ অবস্থায় গোলেনুর খাতুন প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়টি আবু সাইদ টের পেয়ে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করে। এতে স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে স্ত্রী।

এ বিষয় নিয়ে ২৯ মার্চ রাত ৩টায় নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তখন গোলেনুর খাতুন তার ভাই, ভাবি, বোনের সহযোগীতায় আবু সাইদকে মারধর করতে থাকে। তাদের নির্যাতনের এক পর্যায়ে আবু সাইদ কীটনাশক পান করে অচেতন হয়ে পড়ে।

এ বিষয়টি টের পেয়ে প্রতিবেশী লোকজন ঘটনাস্থল থেকে আবু সাইদকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ রাত ৩টার দিকে আবু সাইদ (৪৫) মারা যায়।

এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে ৮ এপ্রিল বগুড়া আদালতে মামলা (মামলা নং ৬৬সি/১৯) দায়ের করে। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ ৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আদালতে দায়ের করা মামলার নথি হাতে পেয়েছি। উদ্ধর্তন পুলশি কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে আরজিটি থানায় মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview