Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে দুস্থদের মাঝে ‘দি হেল্পিং উইং’ এর খাবার বিতরণ

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০২:২০ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


সিলেটে ‘দি হেল্পিং উইং’ পবিত্র শবে বরাত উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে।

রবিবার (২১ এপ্রিল) রাতে নগরীর মানিকপীর রোডে তারা এ কর্মসূচি পালন করে। এসময় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করে তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রবিউল হাসান চৌধুরী, গালিব হাসান চৌধুরী, নাফিস শামস তিয়াস, ইনামুল আসিফ লতিফী, নাদের আহমেদ চৌধুরী, ইবরাহিম খান রনি, খালেদ আহমেদ, শাহ মো. মাহমুদুল হাসান, মুহতাসিম শিহান, মোহাম্মদ আলী খান তানভীর, মাসহারুল হক প্রমুখ।

এদিকে আসন্ন রমজান মাসে সিলেটে দুই টাকায় ইফতারের সুবিধা নিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি হেল্পিং উইং’।

সোমবার (১৩ মে) থেকে শুক্রবার (১৭ মে) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিম্নআয়ের লোকজনের জন্য থাকবে তাদের এই আয়োজন।

সংগঠনটির পক্ষ থেকে রবিউল হাসান চৌধুরী  ও নাফিস শামস তিয়াস জানান ‘রমজান মাস, ইসলাম ধর্মের মানুষদের জন্য সিয়াম সাধনার মাস।

আল্লাহ এই মাসে তার বান্দাদের সংযমের পরীক্ষা নেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখি রমজান মাস উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে নিয়ে যান সাধারণের ক্রয়।

এর ফলে রমজান মাসে দ্বিগুণ কিংবা ৩ গুণ টাকা খরচ করে জীবনযাত্রার স্বাভাবিক মান বজায় রাখা যায় না। মধ্যবিত্ত পরিবারগুলোই সেই খরচ চালাতে যেখানে হিমশিম খায় সেখানে নিম্নবিত্তরা তো হিসাবের বাইরে। সারাদিন রোযা রেখে ইফতারের জন্য দুমুঠো ভাত জোগাড় করতে পারেন না অনেকে। সে নিম্ন আয়ের মানুষেদের জন্য কিছু করতে চাই আমরা ‘দি হেল্পিং উইং’।

তারা আরো জানান- আর এই ইচ্ছা থেকেই সিলেট শহরে প্রথমবারের মত ২ টাকায় ইফতারের আয়োজন। আমরা কাউকে ফ্রি খাওয়াতে চাই না। আমরা চাই না আমাদের কাছ থেকে খাবার নিতে কারো আত্মসম্মানবোধ লাগুক। নিজের টাকায়ই খাবেন তারা। তাদের টাকায়ই কিনবেন। তাদের দুই টাকা দিয়ে আমরা পরিবেশন করবো ইফতার।

কমপক্ষে ১০টি পদের খাবার থাকবে ইফতারে। আমরা শুধু সারাদিন ক্ষুধার্ত থাকার পর নিম্ন আয়ের মানুষের মুখের তৃপ্তির হাসিটা দেখতে চাই। সিলেট মহানগরীর সুবিদবাজার, কুমারপাড়া, ঈদগাহ, নাইওরপুল পয়েন্ট এবং চৌহাট্টা (কেন্দ্রীয় শহীদ মিনার) এলাকায় চলবে ২ টাকায় ইফতার।

এই উদ্যোগে যোগ দিতে এবং সহযোগিতা করতে সিলেট মহানগরীসহ দেশের সকল শ্রেণী পেশার মহতি লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সে সহযোগিতা হতে পারে টাকা দিয়ে, রান্নার বিভিন্ন উপকরণ দিয়ে কিংবা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে।

Bootstrap Image Preview