Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় মর্যাদায় এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, আইনজীবী, বীরমুক্তি যোদ্ধা ও সাবেক এমপি আবদুল মজিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  

এর আগে আজ রবিবার বেলা ১০টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ্যাডভোকেট আবদুল মজিদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের প্রারম্ভে সদস্য প্রয়াত সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নামাজে জানাযায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি আ্যাডভোটে চান মিয়া, পৌর মেয়র নাদের বখত, পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বরি প্রতীক সহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ, বীরমুক্তিযোদ্ধাগণ ও জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ্য থেকে জেলা প্রশাসক প্রয়াত সাবেক এমপির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, টানা কয়েকদিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে লাইফ সাপের্টে থাকার পর  ৭০ বছর বয়সী সাবেক এই এমপি শনিবার সকাল ৮.৪৫ মিনিটের সময় হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন, গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Bootstrap Image Preview