Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কহিনূর-হুদা ফাউন্ডেশনের উদ্যোগে হাজারীহাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে মাদকের নানা কুফল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়।

এনামুল হক হকসাব'র সঞ্চালনায় কহিনূর-হুদা ফাউন্ডেশন চেয়ারম্যান নুরুল করিম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ রফিক খাঁন, হাজারীহাট বাজার কমিটি সভাপতি খোরশেদ আলম, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ভুঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ শরিয়ত উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগ সদস্য আইয়ুব আলী চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আসাদুজ্জামান বলেন, মাদকের বিস্তার নির্মূল করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার পর্যন্ত জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাই মাদক থেকে আমাদের দেশের মেধা ও প্রতিভাকে বাাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, ছাত্র-ছাত্রী অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে।

উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিক খাঁন বলেন, সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ নিতে হবে। সকলের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে।

এসময় কহিনূর-হুদা ফাউন্ডেশন চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল বলেন, মাদকের ভয়াবহতা উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সমাবেশে অংশ নেয়া জনসাধারণ হাত উচিয়ে মাদককে ‘না’ বলেন এবং মাদকের বিরুদ্ধে থাকবেন বলে জানান দেন।

Bootstrap Image Preview