Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালার গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১০:২২ AM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটঘরা গ্রামে আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) তালার গ্রাম আদালতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জালালপুর ইউ.পি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউ.পি সদস্য মো: আতিয়ার রহমান, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের তালা উপজেলা সমন্বয়কারী মো: ইউনুস আলী।

গ্রাম আদালত সহকারী মো: ওয়ালিদ হোসেন অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, গ্রাম আদালতে মামলা মোট ১শ’ ৫৬টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১শ’ ৫১টির মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ৩৫ লাখ ৫৪ হাজার ৩শ’ ৮০ টাকা এবং মামলার ফিস আদায় হয়েছে ২ হাজার ৫শ’ ৭০ টাকা।

Bootstrap Image Preview