Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের উন্নয়নে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই: ডেপুটি স্পিকার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। জীবনকে বিকশিত করতে হলে নিজেকে শিক্ষায় বিকশিত করতে হবে।

শনিবার (২০ এপ্রিল) সকালে সাঘাটার উল্যাবাজারে স্বপ্নের ভুবন বিদ্যাতরী উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা হয়তো রাজনীতির কথা বলছি, প্রশাসনের কথা বলছি, কিন্তু জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের যে ভূমিকা, এই ভূমিকা অনন্য-অসাধারণ। এ কারণে আমি মনে করি একটি দেশকে এগিয়ে নিতে হলে, একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের ভুবন বিদ্যাতরীর চেয়ারম্যান আমিনুর রহমান অরুন। সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি আরো বলেন, আমরা প্রকৃত শিক্ষা দেওয়ার লক্ষে এগিয়ে যাচ্ছি। বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে বড় বিনিয়োগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাঘাটা উপজেলা নিবার্হী অফিসার উজ্জল কুমার ঘোষ, সাঘাটা থানা ইনচার্জ মোস্তাফিজার রহমান, ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, উদায়ন সাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কবি ও নাট্যকার শফিউল আলম খোকন, স্বপ্নের ভুবন বিদ্যাতরীর পরিচালনা পর্ষদের সদস্য এ আর এস আহমেদ দুদু, ফারুকুল ইসলাম কাদেরী, প্রধান শিক্ষক হোসেন আলীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

Bootstrap Image Preview