Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আজমত উল্লাহ

চৌহালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ জোতপাড়া গ্রামের মৃত রহমত উল্লাহ'র বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লাহ মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় চিরোনিদ্রায় শায়িত হলেন৷

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টায় ঢাকাস্ত ছোট ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সকালে মরহুমের লাশ দক্ষিণ জোতপারা গ্রামে তার নিজ বাড়ি আনা হয়৷

পরে দুপুর ২টায় চৌহালী সরকারি কলেজ চত্তর কাঠাল বাগানে গার্ড অব অনার প্রদান করা হয়৷ পরে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মহাঃ আবু তাহির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঈীর আলম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ৷

সিরাজগঞ্জের পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ গার্ড অব অনার প্রদান করে। চৌহালী উপজেলায় অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Bootstrap Image Preview