Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশেই বিশেষায়িত ক্যানসার-কিডনি হাসপাতাল, রোগীদের আর বিদেশে যেতে হবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


খুব শিগগির দেশে বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

গতকাল শুক্রবার জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মিত হলে রোগীদের চিকিৎসা নিতে আর বিদেশে যেতে হবে না।

তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম শিগগিরই সরবরাহ করা হবে। আশা প্রকাশ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সপ্তাহের মতোই বছরের অন্য দিনগুলোতে হাসপাতালের চিকিৎসা ভালো হবে। তিনি বলেন, শিগগিরই ৭০০ জনেরও বেশি চিকিৎসককে পদোন্নতি দেয়া হবে।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বক্তব্য দেন।

Bootstrap Image Preview