Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধরজামতৈল গ্রামে সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ধরজামতৈল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে বিক্ষোভ এ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত এ গ্রামে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণসহ কোন উন্নয়ন হয়নি। একটি ব্রিজ ও সড়ক নির্মাণের অভাবে এলাকার ১০ হাজার মানুষকে অতিরিক্ত ৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। তারপরেও সে সড়কে মাটি নেই। নদীর ধার দিয়ে অতি কষ্টে পায়ে হেটে চলতে হয়। এর উপর একটি নদীর উপর ব্রিজ না থাকায় তাদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। তাই তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছে। তারা অবিলম্বে এ গ্রামের সড়ক ও নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

আধাঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে হাজি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মানিকচান সরকার, শামীম আকন্দ, আব্দুল মজিদ, নূরু মোল্লা, আব্দুল কাদের প্রমুখ।

Bootstrap Image Preview