Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শনিবার থেকে বিশেষ অভিযানে নামছে আরএমপি

রাজশাহী প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


আগামী শনিবার থেকে দশ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাঠে নামছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আগামী ২০ এপ্রিল শুরু হয়ে অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত  মাদকের সাথে কোনো পুলিশ সদস্যের যে কোনো যোগসাজশ থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শাহমখদুম থানা ভবনে আরএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন আরএমপির নবনিযুক্ত কমিশনার হুমায়ুন কবির।

মাদককেন্দ্রিক জিরো টলারেন্স উল্লেখ করে আরএমপি কমিশনার বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নেই।কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ এখন তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ। অপরাধী যে ধরনের অপরাধ করুক না কেনো ধরা পড়তেই হবে। কোনো অপরাধী তার মোবাইলের সব তথ্য মুছে ফেললেও পুলিশ তা বের করবে। এমন প্রযুক্তি পুলিশের কাছে আছে। তাই কোনো অপরাধই এখন চাপা পড়ে থাকবে না।

রাজশাগী নগরী সংলগ্ন পদ্মার চরে সন্ধ্যার পর পুলিশের পুলিশি টহলের সিদ্ধান্ত জানান নয়া কমিশনার। তিনি বলেন, এইসব এলাকায় দর্শনার্থী ছাড়াও শিক্ষার্থীরা যাওয়া-আসা করেন। বিভিন্ন সময় চরে অপরাধ সংঘটিত হবার খবরও পাওয়া যায়। এসব অপরাধ যেনো সংঘটিত না হয় এ জন্যই এই টহল।

প্রসঙ্গত, হুমায়ুন কবির এর আগে ঢাকায় উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি আরএমপিতে যোগ দেন। এরপরই আজ সাংবাদিকদের সাথে আলাপকালে প্রথমে মাদকের বিরুদ্ধে অভিযানের কথা জানালেন তিনি।

Bootstrap Image Preview