Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইপিবির ভুলে হাতিরঝিলে নির্মিত হয় বিজিএমইএ ভবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভুলের কারণে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মিত হয়েছে বলে দাবি করেছেন তৈরি পোশাক রফতানিকারক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান। তবে এর পেছনে নিজেদেরও ভুল রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। 

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ নবনির্মিত ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন সোনারগাঁও হোটেলের পাশে ভবনটি দেয়ার জন্য, কিন্তু ইপিবি দিয়েছে অন্য জায়গায়। অর্থাৎ ভুলটা করেছে ইপিবি। আমাদের ভালোভাবে ইপিবির কাছ থেকে জমি বুঝে নেয়া উচিত ছিল। ভালোভাবে বুঝে নেইনি, এটি আমাদের ভুল ছিল।

হাতিরঝিলে ভবন নির্মাণের পেছনে মূল দায় জমির বিক্রেতা ইপিবির ঘাড়ে দিয়ে তিনি বলেন, আমরা পুরো টাকাই পরিশোধ করেছি, কিন্তু ভুল করেছে ইপিবি।

তিনি আরও বলেন, এ জন্য ইপিবির কাছে কোনো ক্ষতিপূরণ চাইনি। প্রয়োজন হলে ভবিষ্যতে চাইব না। আগামী ২০ এপ্রিল রুবানা হকের নেতৃত্বাধীন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা রয়েছে সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন পর্ষদের।

প্রসঙ্গত, আগামী তিন মাসের মধ্যে হাতিরঝিল প্রকল্প থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভেঙে পুরোপুরি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মঙ্গলবার বিজিএমইএ ভবন সিলগালা করে নিজেদের দখলে নেয় রাজউক।

Bootstrap Image Preview