Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ইট ভাটায় জরিমানা

 মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার মেসার্স শাহা ব্রিক্স’র ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে। একই সাথে আগামী ৭দিনে মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪ ধারা মোতাবেক পরিবেশ দপ্তরের অনুমোদন ও ট্রেড লাইসেন্স বিহীন ইটপ্রস্তুতের অপরাধে তাকে দণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার সকল অবৈধ ইটভাটায় শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালিত হলে সেগুলো বন্ধ করা হবে।

জীবননগর থানার এসআই শতদল মজুমদার ও সঙ্গীয় পুলিশ সদস্য ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন।


 

Bootstrap Image Preview