Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে মিজানুর রহমান (১৯) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের খালের তীরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
নিহত মিজানুর রহমান সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

নিহতের বড়ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বালু-পাথরবাহী স্টিলবডি নৌকা থেকে টাকা তোলেন মিজানুর। এরপর বাড়ি ফিরে তার অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকে নিয়ে সকাল ৭টার দিকে ফের বের হয়ে পাশের গ্রাম অক্ষয়নগরের খালের মুখে যান।

এ সময় সেখানে নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মসজিদের টাকা তুলতে বাধা দেয়। পরবর্তী এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান নইদ্যাসহ তার অপর সহযোগীরা মিজানুরকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে খালের মুখেই ফেলে রেখে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview