Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর এইচসি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক হাফিজুর রহমানের বিরুদ্ধে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) অভিযোগের প্রেক্ষিতে সকাল ১০টায় স্কুলের কেবিনেট প্রধান সামিউল ইসলামের (মুন্না) নেতৃত্বে শত শত শিক্ষার্থী হাফিজুর রহমানের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সরাসরি শ্যামনগর থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ হাবিল হোসেনের নিকট সঠিক বিচার চেয়ে লিখিত এজাহার জমা দেন। এজাহারে সহকারী গ্রন্থাগারিকের বিভিন্ন অশালিন আচরণ উল্লেখ করে অভিযোগপত্র জমা করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেনের নিকট বিষটির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করা  হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান বলেন, ইতমধ্যে সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত সহকারী গ্রন্থাগারিক হাফিজুর রহমানের নিকট ঘটনাটির বিষয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Bootstrap Image Preview