Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে ২৩৭৪ ভোট বেশি পেয়ে বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস জয়ী

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


চতুর্থ ধাপের গত ৩১ মার্চ ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

ভোট গণনা শেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মো মোহাদ্দেস হোসেন ৮০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। এর আগে ৩১ মার্চ ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। আর ১৪৭টি কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন আনারস প্রতীকে ৪০৫৬৬ ভোট পেয়ে ১৫৬৫ ভোট নিয়ে এগিয়ে ছিলেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান পেয়েছে ৫৩ ভোট। এবং গত ৩১ মার্চ ১৪৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মিজানুর রহমান মিজান পেয়েছিলেন ৩৯০০১ ভোট।

আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মোঃ মোহাদ্দেস হোসেন ২৩৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী ঘোষণা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম।

Bootstrap Image Preview